[Poem][newsticker]
Latest Postমলে গুরু প্রাপ্ত হবে, সে তো কথার কথা
মলে গুরু প্রাপ্ত হবে, সে তো কথার কথা।
জীবন থাকিতে যারে না দেখিলাম হেথা।।
            সেবা মূল করণ তারি
            না পেয়ে কার সেবা করি
            আন্দাজি হাতড়িয়ে ফিরি
                        কথায় লতাপাতা।।
            সাধন জোরে এ ভাব যায়
            সে রূপ চক্ষে হবে নেহার
            তারই বটে সেরূপ আমার
                        মেলে যথাতথা।।
            ভজে পাই কি পেয়ে ভজি
            কি ভজনে হয় সে রাজি
            সিরাজ সাঁই কয় কি আন্দাজি
                        লালন মুড়ায় মাথা।।
————- লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ৬২ কথান্তর: . কথার পাতা বাউল কবি লালন শাহ, পৃ. ৩১৯-২০মুরশিদ জানায় যারে মর্ম সেই জানতে পায়
মুরশিদ জানায় যারে,
            মর্ম সেই জানতে পায়।
জেনে শুনে রাখে মনে
            সে কি কারে কয়।।
নিরাকার রয় অচিন দেশে
আকার ছাড়া চলে না সে
নিরান্ত সাঁই অন্ত যার নাই
            যা ভাবে তাই হয়।।
মুন্সী লোকের মুন্সীগিরি
আমি কি তাই জানতে পারি
আকার নাই যার বরজখ কার
            বলে সর্বদায়।।
নূরেতে ফুল আলম পয়দা
আবার কয় পানির কথা
নূর কি পানি বস্তু জানি
            লালন ভাবে তাই।।
————- লালন-গীতিকা, পৃ. ১৬০-৬১ লালনের ভাষার উপর অসাধারণ দখল ছিল। তিনি ছন্দ ও সুর নির্মাণে মুন্সিয়ানা প্রদর্শন করেছেন। তিনি কেবল অন্তয়মিল দেখিয়ে সন্তুষ্ট ছিলেন না, একই চরণে আন্তঃমিল রচনাতেও দক্ষ ছিলেন। এই গানে প্রতি স্তবকের ৩য় চরণে এরূপ আন্ত পার্বিল মিল রচনা করেছেন।মুরশিদ বল মন পাখী
মুরশিদ বল মন পাখী।
ভবে কেউ কারো দুঃখের নয়রে দুঃখী।।
ভুল নারে ভব-প্রান্ত কাজে
আখেরে এসব কাণ্ড মিছে।
মন রে আসতে একা, যেতে একা
                   এ ভব-পীরিতের ফল আছে কি।।
হাওয়া বন্ধ হলে সুপদ কিছুই নাই
বাড়ীর বাহির করেন সবাই।
মন রে কেবা আপন, পর কে তখন
                   দেখে শুনে খেদে ঝুরছে আঁখি।।
গোরের কিনারে যখন লয়ে যায়
কান্দিয়ে সবে জীবন ছাড়তে চায়
কারো গোরে কেউ তো যায় না
                   অধীন লালন বলে, থাকতে হয় একাকী।।
—————– লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১২৮ কথান্তর:
১. মুরশিদ বল রে আমার মন-পাখী
২. হল্লা কোলাহলে সুবাদ কিছু নাই
     বাড়ীর বাহির করেন সবাই
     মন তোর কেবা আপন, পর কে তখন
                             দেখে শুনে খেদে ঝুরছে আঁখি।।
বাংলার বাউল ও বাউল গান, পৃ.৬৩

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Theme images by Jason Morrow. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget