About Me

আগের মত ভালোবাসি কিনা?

ভাঁজ পড়েছে মুখে ও কপালে
চাহনিটা ঠিক আগের মতই,
আমিতো বুঝি সে কি বলে 
আড়াল করুক মুখটা যতই। 

বুঝে শুনে আগ বাড়িয়ে 
হাতে গুজে দিলাম আমার ঠিকানা, 
পাগলি তবু জিজ্ঞেস করে 
আগের মত ভালোবাসি কিনা?
-অরণ্য জুয়েল
 

Post a Comment

0 Comments