আমি ডুবে যেতে চাই
আমি ডুবে যেতে চাইআমি হেরে যেতে চাইকখনো কখনো ডুবে যাওয়াতেই আনন্দকখনো কখনো হেরে যাওয়াতেই অনন্দ।তবে তুমি হেরে যেও না, তুমি জয়ী হওতুমি হেরে গেলে নিঃস্ব হয়ে যায় যুবক মনজয়ী হতে হতে তুমি আকাশে ভেসে রওমাটিতে বসে তোমাকে দেখি, এইতো জীবন...অরণ্য জুয়েল #অরণ্য_জুয়েল
0 Comments