About Me

আমি ডুবে যেতে চাই

আমি ডুবে যেতে চাই
আমি হেরে যেতে চাই
কখনো কখনো ডুবে যাওয়াতেই আনন্দ
কখনো কখনো হেরে যাওয়াতেই অনন্দ।

তবে তুমি হেরে যেও না, তুমি জয়ী হও
তুমি হেরে গেলে নিঃস্ব হয়ে যায় যুবক মন
জয়ী হতে হতে তুমি আকাশে ভেসে রও
মাটিতে বসে তোমাকে দেখি, এইতো জীবন...

অরণ্য জুয়েল #অরণ্য_জুয়েল

Post a Comment

0 Comments