About Me

একটি কিশোর, একটি মন

একটি কিশোর, একটি মন
ভালোবাসতো সারাক্ষণ
এক মেধাবী তরুণীকে।

ভীষণ স্বপ্ন, ভীষণ বর
মনের মধ্যে তুমুল ঝড়
হাজার চিঠি নোটবুকে।

হঠাৎ করে সেই তরুণী
ঠায় বলে দেয় দুর হ বাপু
ঘুরবি না আর অাশপাশে।

কাদলে কাটুক, মরলে মরুক
এক কিশোরে মন পুড়লে
তার জীবনে কি যায় আসে।

হাজার আবেগ, হাজার স্মৃতি 
ভুলেই গেলো সেই মেধাবী
খুঁজে নিলো নতুন কেউ।

কিশোর ছেলের রাত কাটে না
বুকের মধ্যে আছড়ে পড়ে
সাত সাগরের ঢেউ।

তবু একগুচ্ছ কদম হাতে
তোমার অপেক্ষাতে
বৃষ্টিতে সে দাড়িয়ে ছিল
অশ্রু লুকাতে।

অরণ্য জুয়েল #অরণ্য_জুয়েল


Post a Comment

0 Comments