About Me

মন আমার কেন বোঝে না

মন আমার কেন বোঝে না
জগৎ প্রেমে সবই মিছে
সবাই করে তাল বাহানা।।

মন তুই হইলি মাতাল
প্রেম রসে উথাল পাথাল
দিন গেলো তোর ফাও দরবারে
ভাবলি নারে কোন কারবারে
জমছে কত দেনা...

মন আমার.....তাল বাহানা।।

কেউ আবার বাজায় বাশি, 
পুড়াইরে মন দিবানিশি
দেহ মনে হয় জালাতন
শুধু খোজে প্রেম রতন
কিছুই মেলে না....

মন আমার কেন বোঝে না
জগৎ প্রেমে সবই মিছে
সবাই করে তাল বাহানা।।

অরণ্য জুয়েল #অরণ্য_জুয়েল


Post a Comment

0 Comments