About Me

নীলাদ্রী হতে চাই


নীলাদ্রী হতে চাই 

______________
ব্যস্ততা ছেড়ে যখন আলোতে আসলাম
দেখি তুমি প্রচন্ড নীল, 
আমি নীল ভয় পেলেও 
ডানা মেলে উড়তে চাই নীল আকাশে
ভাসতে চাই সাগরের নীলে

তোমার হাত ছুঁয়ে আছি তাই
মৃত্যুর শীতলতায় আমি নীল হতে চাই।

নীল, নীল, নীল, আহ! কি বিষাক্ত নীল 
তোমার সর্বাঙ্গে, প্রতিটি ভাজে।
ইচ্ছে করে, তোমার নীল পায়ে চুমু দেই
চিৎকার করে বলি আমি ভয়কে জয় করেছি। 

নীল শাড়ী, নীল টিপ
এসব তোমার নীলে
একেবারই আবেশি নীলে 
খুব বেশি জ্যোর্তিময়!
আবার ভাবি কে বেশি?
তুমি না তোমার নীল 
বাধ্য করেছে ভয় ভুলে নীলে ডুবতে ।

জানি, এসব ছেড়ে নিরেট ভদ্রলোক হলে দাঁড়াবে
নীল অথবা তোমাকে নিয়ে সংসয়।
আমি ভদ্রলোক হতে চাই না,
আমি তোমার নীল ভালোবাসায়
অাদ্যপান্ত ভিজিয়ে নীলাদ্রী হতে চাই। 

অরণ্য জুয়েল #অরণ্য_জুয়েল

Post a Comment

0 Comments