About Me

তোমার দেহ ছেয়ে যাবে পরগাছায়

পেরেছো কি সবটুকু নিতে
যা দিয়েছিলাম উজার করে
লোক চক্ষুর আড়াল হয়ে
বলা না বলার দেয়াল চিরে


অথচ তোমার অহমিকা আর
আভিজাত্যের তুলনার ভারে
তুমি নিজেই গিয়েছো সরে 
প্রেমময়তার কয়েক ক্রশ দুরে।

 

পেরেছে কি সীমানা পেরোতে

আমাকে ছেড়ে

স্মৃতি বড় অদ্ভুত গুছিয়ে রাখে

সব অগোচরে।

 

নিকষ কালো রাতে, স্মৃতির নোনাজল

ভিজিয়ে দেবে তোমায়।

তোমার দেহ, আমার শুন্যতায়

ছেয়ে যাবে পরগাছায় ।

 

-অরণ্য জুয়েল 

Post a Comment

0 Comments