পেরেছো কি সবটুকু নিতে
পেরেছো কি সবটুকু নিতে
যা দিয়েছিলাম উজার করে
লোক চক্ষুর আড়াল হয়ে
বলা না বলার দেয়াল চিরে।
অথচ তোমার অহমিকা আর
আভিজাত্যের তুলনার ভারে
তুমি নিজেই গিয়েছো সরে
প্রেমময়তা থেকে দুরে।
ভালোবাসার বিপরীতে অভিযোগ
মানাই না বালিকা তোমার
সব মিছে হয় অবহেলায়
গাছ ঢেকে যায় পরগাছায়।
0 Comments