About Me

পেরেছো কি সবটুকু নিতে


পেরেছো কি সবটুকু নিতে
যা দিয়েছিলাম উজার করে
লোক চক্ষুর আড়াল হয়ে
বলা না বলার দেয়াল চিরে।

অথচ তোমার অহমিকা আর
আভিজাত্যের তুলনার ভারে
তুমি নিজেই গিয়েছো সরে 
প্রেমময়তা থেকে দুরে।

ভালোবাসার বিপরীতে অভিযোগ
মানাই না বালিকা তোমার 
সব মিছে হয় অবহেলায়
গাছ ঢেকে যায় পরগাছায়।

Post a Comment

0 Comments