About Me

দুর থেকে ভালোবেসে মন ভরে না।

তুমি পাশে না থাকলে
কিছু ভালো লাগে না
দুর থেকে ভালোবেসে 
মন ভরে না।।

কাজল আকা চোখদুটি
খুজে ফিরি চারপাশে
ভালোবাসা মিশে আছে
তোমার নিশ্বাসে
তুমি বোঝ না....
দুর থেকে ভালোবেসে 
মন ভরে না।

সকালের আলোয়
তোমার মুখ খুজি
রাতের ক্লান্তিতে
বিছানায় চোখ বুজি
ঘুম আসে না...
দুর থেকে ভালোবেসে 
মন ভরে না।

ছুটে যেতে চাই মন
ভেঙ্গে সব পারাবার
ভেসে ওঠে ওই মুখ
এ হৃদয়ে বারবার
তুমি জানো না...
দুর থেকে ভালোবেসে 
মন ভরে না।

অরণ্য জুয়েল #অরণ্য_জুয়েল


Post a Comment

0 Comments