About Me

বিড়াল ছানা

বিড়াল ছানা, করছি মানা
শোনো দুষ্টু বুড়ি,
সুযোগ পেলে আর করোনা
দুধের বাটি চুরি।

চুরি করা খুবই পচা
বলবে সবাই চোর,
দড়ি দিয়ে বাঁধবে চাচা
কাটবে চুরির ঘোর।

সবাই মিলে চিমটি দেবে
লাগবে ভীষণ চোট,
ব্যাথা পেয়ে অসুখ হবে
ফাটবে তোমার ঠোট।

বিড়াল বুড়ি, ধুত্তুরি
মিথ্যা বলা ছাড়ো,
তোমায় দেবো গুড়মুড়ি
ইলিশ মাছের মুড়ো।

⬛ অরণ্য জুয়েল #অরণ্য_জুয়েল



Post a Comment

0 Comments