About Me

ভিজে ছিলো তার চোখ

তারপর একদিন থেমে গেলো
তার নিয়ে পাড়াজুড়ে 
কানাকানি কোলাহল,

পরে থাকা অচেতন শরীরটা
দুর থেকে দেখেছিল
ভালোবাসার ফাটল।

ভিজে ছিলো তার চোখ
সকলের অগোচরে
ঢেকে যায় তার শোক
হৃদয়ের থরে থরে...

©অরণ্য জুয়েল

Post a Comment

0 Comments