About Me

পিরিতে মজিয়া হইলাম নিরুপায়

উড়িয়া উড়িয়া ঘুরিয়া ঘুরিয়া
আমারো মন শুধু তার কুঞ্জে যায়? 
পিরিতে মজিয়া হইলাম নিরুপায়।।

চোখেরো নেশা বাড়ে
মন ছটোফটো করে
ঘরেতে থাকা যেন দায়, 
প্রেমেরো কাটা ভীষণো জালায়...
পিরিতে মজিয়া হইলাম নিরুপায়।।

আলোরো ঝলকানী
তাহারো মুখখানী
না দেখিলে হায়
আমার অন্তর পুড়ে ছাই...
পিরিতে মজিয়া হইলাম নিরুপায়।।

উড়িয়া উড়িয়া ঘুরিয়া ঘুরিয়া
আমারো মন শুধু তার কুঞ্জে যায়? 
পিরিতে মজিয়া হইলাম নিরুপায়।।

অরণ্য জুয়েল #অরণ্য_জুয়েল

Post a Comment

0 Comments