About Me

সঙ সাজিয়া রইলি পড়ে

মনরে, ক্যান বুঝিস না 
জগৎ জুড়ে রঙ বাহানা
সঙ সাজিয়া রইলি পড়ে
হইলিরে তালকানা।।

ভবের হাটে সদাই চলে
লাভের কারবারি 
কারবারিতে মন মজিয়ে
শিখলাম বাটপারি
হারালো মনসাধনা..
মনরে, ক্যান বুঝিস না 
জগৎ জুড়ে রং বাহানা।।

পথ দেখাবে যে কান্ডারী
তারও মনে কামের আনাগোনা
আমার হয় না সাধনা
আমার হয় না সাধনা
অরণ্য কয় গুরু চিনে
মন বসাওরে,পূর্ণ হবে মনবাসনা...
মনরে, ক্যান বুঝিস না 
জগৎ জুড়ে রঙ বাহানা।।

অরণ্য জুয়েল #অরণ্য_জুয়েল



Post a Comment

0 Comments