About Me

ইচ্ছে করে এক দৌড়ে পালাই

ইচ্ছে করে এক দৌড়ে পালাই
কোথায় পালাবো? বলে দাও
কোথায় পালালে লুকানো যায়?

এঘর থেকে ওঘরে, এবাড়ি থেকে ওবাড়ি
এদেশ থেকে ওদেশ, সমুদ্র দিয়েছি পাড়ি
তবু লুকানোর জন্য এক চিলতে ঠাই মেলেনি
ভুলে যাবো সে কথা স্মৃতিরা আজও বলেনি।

লুকিয়ে থাকা আজ ভীষণ জরুরী
স্মৃতিরা বরাবরই ধারালো তরবারী
যতদুরে যাও, যেখানেই যাবে
মুহুর্তে মুহুর্তে তোমাকে কুড়ে খাবে
স্মৃতিরা তোমাকে করবে ছিন্নভিন্ন
কোন বিরহে অথবা কারো জন্য 

জায়গা না পাওয়া কিযে ভীষণ কস্টকর
তার কতটুকু জানো প্রিয়তমা?

Post a Comment

0 Comments