About Me

তোমার কাছেই অর্পিত

আহা দিবানিশি কি উচাটন
মনের মধ্যে মন থাকে না
খোজে শুধু তোমার ভুবন,

উদাস করা সকাল বিকাল
ঘরের মধ্যে মন টেকে না
উথাল পাতাল রাত্রী যখন।

চোখের সামনে ঘুরে বেড়ায়
ঢেউ খেলানো তোমার হাসি,
ঠোটের উপর ঝিলিক দেয়া
তিলটা যখন নেচে ওঠে
সাত সমুদ্র একসাথে কেন 
ফুলে ফেপে গর্জে ওঠে?
মুখফুটে তাই বলেই বসি
তোমায় ভীষণ ভালোবাসি।

তোমাতেই হই নতজানু
মান অভিমান সমর্পিত
যাক বয়ে যাক ধুলোর মেঘ
তোমার কাছেই অর্পিত।

অরণ্য জুয়েল #অরণ্য_জুয়েল

Post a Comment

0 Comments