About Me

এযুগের চাটুকার.......

এযুগের চাটুকার.......

কর্তার খুব কাছে 
আগে ভাগে বসা চাই
না হলে ঠিক যেন 
বাড়া ভাতে পরে ছাই।

এরপর শুরু হয় 
তোষামোদি কারবার
কাজ ফেলে জুড়ে দেয়
অকাজের দরবার।

কি কথা বললেন
অফিসের বস
না বুঝে সেকথায়
ঢেলে দেয় রস। 

হাসিমুখে ডানে বামে
মাথাটা নাড়িয়ে
ঠিক মত তাল মারে 
গলাটা বাড়িয়ে।

দিনরাত চলে শুধু
মিথ্যার চাপা বাজি
প্রয়োজনে শুরু করে
পা চাটা কারসাজি। 

চাটুকারি নয় শুধু
আরো আছে ভেলকি
সুবিধা পেতে হলে
এক তেলে চলে কি?

জানে নাতো খুব বেশি
জ্ঞানী জ্ঞানী ভাব করে
চাপাবাজি ধরা খেলে
গোবেচারা ভাব ধরে।

ডিগবাজি মারা তার
সময়ের কাজ
মূর্খের মগজে
জ্ঞানী গুনী সাজ।

নয় তারা কখনই
কিমভুত কিমাকার 
নাম তার যুতসই
এযুগের চাটুকার।

- অরণ্য জুয়েল #অরণ্য_জুয়েল

Post a Comment

0 Comments