About Me

জীবনের পথে পথে মন কি যে দ্যাখে।

চল যাই এক সাথে
হাতে হাত রেখে
জীবনের পথে পথে
মন কি যে দ্যাখে।

ভুল হলে ভালোবাসা
চেনা মানুষ হয় পর
কাধে চাপে নিরাশা
পর হলে নিজ ঘর।

জীবনের চারপাশে
নিরাশায় যখন
প্রয়োজনে চাই পাশে
তুমি হও আপন।

কিছু ব্যাথা এক সাথে
করে নেয় ভাগাভাগি
কিছু কথা গোপনেতে
আজ চলো রাত জাগি।

অরণ্য জুয়েল #অরণ্য_জুয়েল


Post a Comment

0 Comments