About Me

কিছুটা আশা তুমি রেখ যতন করে

কিছুটা আশা তুমি রেখ যতন করে
কিছুটা স্বপন তুমি রেখ মুঠোভরে
যার ভরসায় আবার নতুন করে জীবন শুরু করা যায়
ফেলে আসা জীবনের একফালি রোদ
হতে পারে তোমার আকাশেতে মেঘ
যার ভরসায় আবার নতুন করে জীবন শুরু করা যায়
স্মৃতির বুকে বেদনার কান্না ভেজারা
দিতে পারে তোমায় সুখ শতবার
যার ভরসায় আবার নতুন করে জীবন শুরু করা
কিছুটা আশা তুমি রেখ যতন করে
কিছুটা স্বপন তুমি রেখ মুঠোভরে
যার ভরসায় আবার নতুন করে জীবন শুরু করা যায়

Post a Comment

0 Comments