About Me

বল গুরুর নাম বল



বল গুরুর নাম বল
বল গুরুর নাম বল,
            ঐ নামে সুধা মাখা।
সুধা মাখা ঐ গুরুর নাম,
            বড় মধুর রসে মাখা।।
যে পাইয়াছে সেই পাইয়াছে
            অমৃত ফলের চাকা।
আবার মহাজনের ঘরে
            সেই মাল ছাপা।।
হইল অনুমানে ভজন নাস্তি
            বর্তমানে পাবে দেখা।
তাই লালন দরবেশে বলে
            আছে সেই মাল ঢাকা।।
তারে বর্তমানে সাধন করে
            ত্রিবেণীতে পাবি দেখা।।
——————————— হারামণি, ৫ম খণ্ড, পৃ. ৩২-৩৩ এরূপ আঙ্গিকে আটটি পূর্ণ চরণ থাকে। এখানে সাতটি চরণ আছে। সম্ভবত একটি চরণ লোপ পেয়েছে।

Post a Comment

0 Comments