About Me

এ গোকুলে শ্যামের প্রেমে কেবা না মজেছে সখি



এ গোকুলে শ্যামের প্রেমে কেবা না মজেছে সখি
এ গোকুলে শ্যামের প্রেমে কেবা না মজেছে সখি!
কারও কথা কেউ বলে না, আমি একা হই কলঙ্কী।।
                    অনেকেতে প্রেম করে
                    এমন দশা ঘটে কারে
                    গঞ্জনা দেয় ঘরে পরে
                                        শ্যামের পদে দিয়ে আঁখি।।
                    তলে তলে তল গোজা যায়
                    লোকের কাছে সতী বলায়
                    এমন সৎ অনেক পাওয়া যায়
                                        সদয় যে হয় সেই পাতকী।।
                    অনুরাগী রসিক হলে
                    সে কি ডরায় কুল নাশিলে
                    লালন বলে, ফুচকি খেলে
                                        ঘোমটা দেয় আর চায় আড়চোখী।।
—————– বাউল কবি লালন শাহ, পৃ. ২৯৬ লালন-গীতিকায় সঞ্চারীর ১ম চরণ তলে তলে তল গাঁজা খায়এবং আভোগের ২য় চরণ সে কি ডরায় কুলশীলে”- এভাবে লেখা হয়েছে। এখানে ফুচকি খেলেস্থলে কুকটি খেলেকথান্তর আছে। হারামণি৫ম খণ্ডে উপরের দুটি কথান্তর ছাড়াও সঞ্চারীর ৩য় চরণে এমনি মতে অনেক পাওয়া যায়এবং আভোগের ৩য়-৪র্থ চরণে লালন বেড়ায় ফুকটি খেলে/ঘোমটা দিয়ে চায় আড়চোখীএরূপ কথান্তর আছে। পৃ. ১দ.-দ/. ১. ফুচকি কুষ্টিয়ার আঞ্চলিক শব্দ, অর্থ উঁকিঝুঁকি দেওয়া। ফুকটিবা কুকটিঅশুদ্ধ পাঠ।

Post a Comment

0 Comments