Sponsor

নবীজী মরশিদ কোন ঘরে



নবীজী মরশিদ কোন ঘরে
নবীজী মরশিদ কোন ঘরে।
কোন কোন চার ইয়ার
            এসে চাঁদোয়া ধরে।।
ও তারিন তারে কোন পেয়ালা
জানিতে উচিত হয় নিরালা
ও বরুণ জ্যোতি-জ্বালা
            কোন যোগে কোন আশ্রয় সার্থক করে।।
যার কলেমায় দীন দুনিয়ায়
কেহ মুরশিদ হল কোন কলেমায়
নেহাজ করে দেখ মনুরায়
            মরশিদ-তও্ব অথাই গভীরে।।
মওরা মওরি কোন দিনে নিলে
যোগে প্রকাশ করিলে
সিরাজ সাঁই ইসারায় বলে
            লালন ঘুরে বেড়ায় বুদ্ধির ফেরে।।
——————————— লালন-গীতিকা, পৃ. ১৫৭-৫৮
Share on Google Plus

About Amir Muhammad

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment