ভালোবাসার লেনদেন ছাড়া তুমি নিতান্তই একা।
চারপাশে কতজন, সবই আপনকেউ কেউ বাস করে বুকের ভেতরগোপনেই করে যায় কস্টের বৃক্ষ রোপনতবু কার বেদনায় হয়ে যাও কাতর?চতুর্দিকে সম্পর্কের চতুরতা, সবই মরিচিকাভালোবাসার লেনদেন ছাড়া তুমি নিতান্তই একা।© অরণ্য জুয়েল #অরণ্য_জুয়েল
0 Comments