About Me

তার বুকে ধারন করে বাংলাদেশ

মেয়েটা প্রচন্ড বেখেয়ালী
কোথায় কি করতে হয়
আর কোথায় কি বলতে হয়
তার তোয়াক্কা করে না। 
তবে উচিৎ কথা বলতে ভীষন পটু...

তার কতটা বয়স হয়েছে
সে হিসাব নিজে না করলেও
প্রতিবেশীরা প্রতিনিয়ত করে।
তার উচ্ছলতায় কারো চক্ষুশুল
আবার কেউ কেউ প্রেমে পরে।

মেয়েটি একদিন ফুলের বাগানে গেলো
সবাই ফুল ছিড়ে খোপায় গুজে নিলো
মেয়েটি ফুল ভালোবাসে, ফুল ছেড়ে না
মেয়েটি মানুষ ভালোবাসে, আঘাত করে না।

সে গোলাপের একটা সবুজ পাতাকে
চুপি চুপি কি যেন বলে
তারপর গোল করে কেটে বানালো টিপ
পড়ে নিলো তার চাঁদ কপালে...

একটা সবুজ টিপ! 
একটা পাতার টিপ!
মুখজুড়ে চাপা হাসি আর তিনটি তিল
তার মুখে খেলা করে, অপরূপ ঝিলমিল...

মেয়েটি আসলে নদী
মেয়েটি আসলে সমুদ্র
মেয়েটি আসলে মমতার অতালাদেশ,
তার চোখে খেলা করে দিপ্তী
তার বুকে খেলা করে ফড়িং
তার বুকে ধারন করে বাংলাদেশ।

উৎসর্গ : 
মুক্তিযোদ্ধা, ভাস্কর, বীরাঙ্গনা ফেরদৌসি প্রিয়ভাষিণী'কে
...................................................

⬛অরণ্য জুয়েল #অরণ্য_জুয়েল⬛


Post a Comment

0 Comments