About Me

কেপে ওঠে এই বুক

ভেসে ওঠে হুট করে
কবেকার সেই মুখ
মুখ দেখে বারে বারে
কেপে ওঠে এই বুক।

ভালোবাসায় কি হলো
ক্ষত না ক্ষতি
জানতে চাইলোনা কেউ
কতটা পরিনতি।

তবে দুজনে
রাত জেগে বিজনে
চাপা কান্নায়
অশ্রুর বন্যায়
ভেসে যায়, ভেসে যায়
কস্টের ঠিকানায়।

অরণ্য জুয়েল #অরন্য_জুয়েল

Post a Comment

0 Comments