About Me

আমি ভালো নেই, কেন ভালো নেই?

আমি ভালো নেই, কেন ভালো নেই?
সে কথাও জানা নেই।
আমার কেউ নেই, কেন কেউ নেই
সে কথাও জানা নেই।

কেউ একজন বলেছিলো
ভালো থেকো
ভালো লাগার ক্ষনে ক্ষনে
মনে রেখো।
সেও একদিন চলে গেলো
সাথে নিয়ে সব ভালো থাকা
এরপর কপালে ভাজ এলো
বেদনার বলিরেখা। 

জানি তুমি ভালো থাকো প্রকাশ্যে
ভেতরে ভেতরে সবারই জ্বলন
কেন অভিনয়? কোন আক্রোশে?
এভাবে ভালো থাকা কি খুব প্রয়োজন?
সে কথাও জানা নেই।

অরণ্য জুয়েল #অরণ্য_জুয়েল

Post a Comment

0 Comments