About Me

আর কিছুটা চলতে চাই

জীবন যদি হয়ে বেমানান 
মনের সঙ্গে
কি করে আর রঙ মাখবো 
সারা অঙ্গে
আমি তোমার বাতাসে 
উড়তে চাই
তোমার স্রোতে ভেসে ভেসে 
বাচাতে চাই
জীবন নিয়ে ভাসতে চাই 
গহীন সমুদ্দুরে
আর কিছুটা চলতে চাই
তোমার পথ ধরে....

Post a Comment

0 Comments