About Me

মনজুড়ে শুধু মৌনতা।

সব আছে চারপাশে
বেচে আছি বিশ্বাসে
তবু নাড়া দেয় শুন্যতা
একা একা মাথাগুজি
অন্ধকারে তারে খুজি
মনজুড়ে শুধু মৌনতা।

©অরণ্য জুয়েল

Post a Comment

0 Comments