About Me

প্রশ্নের ঘুরপাকে পথ খুঁজি উত্তর মেলাবার...

তুমি পাশে নেই তাই 
বুকজুড়ে হাহাকার,
প্রশ্নের ঘুরপাকে পথ খুঁজি
উত্তর মেলাবার...

অভিমানী মন কাঁদবে শুধু
ডাকবে না আর
তবু বুকে আশা রাখে 
তোমাকে পাবার।।

কিছু ভুল, কিছু অভিমানে
দুরে যেতে নেই অনুরাগে
ভালোবাসা থাকলেই
ভুল হয় বার বার...
অভিমানী মন.....তোমাকে পাবার।।

তুমি বুঝে নিও
তুমি জেনে নিও
ভালোবেসে পথ নেই
স্মৃতি হারাবার...

অভিমানী মন কাঁদবে শুধু
ডাকবে না আর
তবু বুকে আশা রাখে 
তোমাকে পাবার।।
© অরণ্য জুয়েল #অরণ্য_জুয়েল


Post a Comment

0 Comments