About Me

ভিজবে দু'চোখ নোনা জলে

হাটবে তুমি চাঁদের আলোয় 
ভিজবে দু'চোখ নোনা জলে
হয়তো অভিমান ফুরাবে না
আমার বিরহ স্মৃতির অনলে।

আজ তোমার স্মৃতির বন্যা
আনে আমার দু'চোখে কান্না
তুমি ফিরে এসো সুকন্যা।।

হয়তো লুকাবে তুমি 
হাজার প্রশ্নের মুখে,
হয়তো বাচবে তুমি 
অজাচিত মিথ্যা সুখে,
তবু কেউ জানবে না।
আজ তোমার ...ফিরে এসো সুকন্যা।।

কার বিরহ ব্যাথায় 
তোমাকে কুড়ে খায়
কোন সে যন্ত্রনা
তোমাকে করে আনমনা।
আজ তোমার...ফিরে এসো সুকন্যা।।

সব সুখে হয় নাতো 
সুখের বাসর,
কস্টের নোনাজলে 
স্বপ্নরা ধুসর,
সেই ধুসর স্বপ্নজুড়ে 
তোমার পদচারনা।

আজ তোমার স্মৃতির বন্যা
আনে আমার দু'চোখে কান্না
তুমি ফিরে এসো সুকন্যা।।

অরণ্য জুয়েল #অরণ্য_জুয়েল

Post a Comment

0 Comments