একদিন নিরব করে... একদিন নিরব হয়ে
মৃত্যুকালে তার কোন বয়স হয়নিঅথচ জমে ছিলো কত কত ঋণমৃত্যুকালে তার বয়স ছিলো শুন্যঅথচ চেহারাটা ছিলো মলিন।আমার খুব মলিন হতে ইচ্ছে করেমলিন হয়ে কাদিয়ে দিয়ে তাবৎ কিছু থামিয়ে দিয়েলুকিয়ে পড়ি একার মত বহু দুরে।বহুদুরে, বহুদুরে সবকিছূ নিরব করেএকদিন নিরব করে... একদিন নিরব হয়ে।অরণ্য জুয়েল
0 Comments