About Me

একদিন নিরব করে... একদিন নিরব হয়ে

মৃত্যুকালে তার কোন বয়স হয়নি
অথচ জমে ছিলো কত কত ঋণ
মৃত্যুকালে তার বয়স ছিলো শুন্য
অথচ চেহারাটা ছিলো মলিন।

আমার খুব মলিন হতে ইচ্ছে করে
মলিন হয়ে কাদিয়ে দিয়ে 
তাবৎ কিছু থামিয়ে দিয়ে
লুকিয়ে পড়ি একার মত বহু দুরে।

বহুদুরে, বহুদুরে 
সবকিছূ নিরব করে
একদিন নিরব করে... একদিন নিরব হয়ে।

অরণ্য জুয়েল


Post a Comment

0 Comments