About Me

বোঝ না বোঝ না মাঝি আমার মনের জালা

জলের সঙ্গে, জল তরঙ্গে
তুমি করো খেলা
একলা ঘরে, আছড়ে পড়ে
আমার সারাবেলা
বোঝ না বোঝ না মাঝি
আমার মনের জালা।।

হাওয়ায় হাওয়ায় ঘুরে বেড়াও 
নদীর বাঁকে বাঁকে
আমার চোখে স্বপ্ন পোড়ে
আষাঢ় শ্রাবণ ডাকে
শুধু তোমার অবহেলা...
বোঝ না বোঝ না মাঝি
আমার মনের জালা।।

রঙ্গিন চোখে রং খুঁজে যাও
রঙ্গে মাতাও মন
আমি একলা ঘরে বয়ে চলি
সাদাকালো জীবন
জানোনা মাঝি কেমন করে
কাটে আমার বেলা...
বোঝ না বোঝ না মাঝি
আমার মনের জালা।।
অরণ্য জুয়েল #অরণ্য_জুয়েল







Post a Comment

0 Comments