About Me

চুপচাপ বেচে থাকো কথা বলে লাভ কি?

চুপচাপ বেচে থাকো কথা বলে লাভ কি?

ঘানি টেনে দিন শেষে
কাপুরুষ বলে বসে
চুপচাপ বেচে থাকো
কথা বলে লাভ কি?
মেনে নিলে সুখি হবে
ক্ষোভ রাখো বাকি।

কহে গুরুজন
সময়ের সমন
ভুল কিছু মেনে নেয়
চুপ থাকা নিরাবতা,
দূর্বলে মিশে গিয়ে 
বেচো কেন দৃঢ়তা ?

বাকি সব হয় নাতো
পুরাপুরি শোধ
ঘুনে খেয়ে মরে যায়
মানবিক বোধ। 

অরণ্য জুয়েল #অরণ্য_জুয়েল

Post a Comment

0 Comments