মায়ের কাছেও কি সন্তানের জীবন নিরাপদ নয় ?

মায়ের কাছেও কি সন্তানের জীবন নিরাপদ নয় ?? !! দীর্ঘদিন অপরাধ ( ক্রাইম) বীটে সাংবাদিকতা করার কারনে সমাজের ভেতরের অনেক অন্ধকার গল্প জেনেছি, লিখেছি। অহরহ লিখতে হয়েছে রাগ ক্ষোভের কারনে ঘটে যাওয়া হত্যাকান্ডর সংবাদ।তবে বরাবরই শিশুহত্যাকান্ড নিয়ে লিখতে গিয়ে থমকে দ্বাড়িয়েছি। ভাবতে হয়েছে কি করে মানুষ এতোটা নিকৃষ্ট অপকর্ম করে। এসব কথা ভাবতে গিয়ে মনটা বিষিয়ে ওঠেছে। সব থেকে বেশি মানুষিকভাবে অস্থিরতা সৃস্টি করেছে মায়ের হাতে সন্তান হত্যার ঘটনাগুলো। কি করে সম্ভব? তবে কি মায়ের কাছে তার সন্তান নিরাপদ নয়? অবশ্যই নিরাপদ। কারন আমিও নিরাপদ আমার মায়ের কাছে। আমার সন্তানও নিরাপদ তার মায়ের কাছে, আমার কাছে। আসলে খতিয়ে দেখলে দেখা যাবে মায়ের হাতে যতগুলো হত্যাকান্ড ঘটেছে, তার সবগুলোর পেছনেই রয়েছে পরকিয়া প্রেমের কাহিনী। কখনও দেখেছি বাবার পরকিয়া প্রেম নিয়ে সংসারে অশান্তি, আবার কখনও মায়ের পরকিয়া প্রেম নিয়ে সংসারে অশান্তি। আর এসবের জেরে বলি হতে হচ্ছে নিরাপরাধ নিশপাপ সন্তানকে । আবার দেখেছি সম্পত্তির বিরোধে হত্যাকান্ডের শিকার হয়েছে শিশু। অথৎ ওই শিশু সম্পদের কোন হিসাবই জানতো না। নিজেদের লোভের কারনে হত্যা করা হয়েছে শিশুদের। অহরহ এসব সংবাদ আমাদের সমাজে সম্পর্কের বন্ধনে সন্দেহের সৃষ্টি করছে। এসব চলতে থাকলে কেউ কারো কাছে নিরাপত্তা খুজে পাবে না। এটা থামানো উচিৎ। থামাতে হলে সমাজের প্রত্যেককেই নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। প্রয়োজনে পাশের জনকে বোঝাতে হবে, কারো অপরাধের কারনে শিশু কখনই হত্যার শিকার হতে পারে না।


Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Theme images by Jason Morrow. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget