About Me

কানার কি আর মেলে মানিক রতন ?

খোদা প্রেমে মন নাইরে
আছে দন্ডের ভয় 
নামাজ রোজা করলিরে তুই
বেহেস্তের আশায়।

লোভে-ভয়ে স্রষ্টা চিনলি
দয়াল রইলো অজানা,
তেলাওয়াতে সময় গেলো
না বুঝে রইলি দ্বীন কানা।

মনরে, কানার কি আর
মেলে মানিক রতন...
খোদা প্রেমে মজিলে মন
শুদ্ধ হয় তোর ভজন সাধন।।

দয়াল বলে ডাকিস তাঁরে 
দয়া পাবার আশায়
আশেক মাসুক না হলে
দয়া মেলে কোন উপায়।

লোভের পিছে, ঘুরলি মিছে
হইলিরে তুই লাভের মহাজন...
খোদা প্রেমে মজিলে মন
শুদ্ধ হয় তোর ভজন সাধন।।

@অরণ্য জুয়েল

Post a Comment

0 Comments