About Me

গুরু না চিনিলে মন হয়রে নিরুপায়

খপ্পরে পড়িয়া সাধু
নস্ট হইয়া যাই
আলোতে বসিয়া কেন
অন্ধকার নামাই।
গুরু না চিনিলে মন হয়রে নিরুপায়।।

বিচলিত হয়যে মন
কোন প্রেমের আশায়? 
কার ভরসায় ভরা যৌবন
জলেতে ভাসায়...
গুরু না চিনিলে মন হয়যে নিরুপায়।।

জলেতে ভাসি আমি
জলেতে ডুবি,
জলজ খেলায় আমি
হইলাম জলছবি।

মন তুই রইলি ডুবে
প্রেম রতনের আশায়
হিসাবে বসিলে মন
হয়না প্রেমে উপায়...
গুরু না চিনিলে মন হয়যে নিরুপায়।।

অরণ্য জুয়েল #অরণ্য_জুয়েল

Post a Comment

0 Comments