About Me

রাগ করে চলে যাবে প্রিয়তমা সাবিনা

ধার দে। টাকা নয়
তোর হাতের অস্ত্রতে,
বিষ দে। জ্ঞান পাপের 
ব্যবসায়ীক মিশ্রতে।

না দিলে। হবে না
রাগ করে চলে যাবে 
প্রিয়তমা সাবিনা,
চোখ মেলে দেখবি
কাছে তবু পাবি না।

- অরণ্য জুয়েল



Post a Comment

0 Comments