About Me

মনে রঙের কারবার, সদাই চলে কাম বাসনা.......

মনে রঙের কারবার, সদাই চলে কাম বাসনা.......


মনরে, চেয়ে থাকলি রঙেরর পানে
রঙের আন্ধার চিনলি না
রঙ্গিলা মনে রঙের কারবার
সদাই চলে কাম বাসনা।।

মানব জীবন হয়রে বৃথা 
মন মানে না ভেদ কথা 
মনরে তুই চিনলি না মন
বুঝলি নারে আসল বাসনা...
রঙ্গিলা মনে রঙ্গের কারবার
সদাই চলে কাম বাসনা।।

গুরু বিনে মেলে কিরে 
শুদ্ধি পাবার জ্ঞান
পরের ধনে কেমনে হবি 
দ্বীনের মহাজন। 
মনরে তুই মরলি ঘুরে
জুড়াতে মন রসনা...
রঙ্গিলা মনে রঙ্গের কারবার
সদাই চলে কাম বাসনা।।

অরণ্য জুয়েল #অরণ্য_জুয়েল

Post a Comment

0 Comments