About Me

দহনকালের শেষে প্রিয়তমা তুমি ফিরবে.........

দহনকালের শেষে প্রিয়তমা তুমি ফিরবে.........

তোমার দিকে তাকালে 
বুকের ভেতর কি যেন হয়! 
তাড়া করে লোভ আর
ভালোবাসা না পাবার ভয়।

তবুও চোখ ফেরাতে পারি না
আমিও মানুষ, মাদকতা ঘিরে ধরে
মাথা ও মগজে, আমি একেবারই
নাদান, ভালোবাসার কারবারে।

তবে সত্য কথাটা কি জানো
একবারের প্রেমিকা জীবনভর 
প্রেমিকা হয়ে বেচে থাকে অন্তরে,
নিকষ কালো আঁধারে 
কেউ না দেখুক, কেউ না জানুক
সে ফিরে আসে বারে বারে।

তুমি ফিরবে, তুমি ফিরবে
এ হৃদয়ে, দহনকালের শেষে
প্রিয়তমা তুমি, ভালোবাসবে
আমার সম্মুখে এসে।

■ অরণ্য জুয়েল #অরণ্য_জুয়েল


Post a Comment

0 Comments