About Me

দেহ ছেড়ে মন আমার

দেহ ছেড়ে মন আমার
উড়ে যাবে কোনখানে,
ভেবে কুল নাহি পাই
সুধায় সর্বজনে।।

কেতাবে কয় আত্না রবে 
দয়াল আল্লার আরশে
ধর্মবানী বলেই খালাস
আরশ আছে আসমানে...

দেহ ছেড়ে...সুধায় সর্বজনে।।

সেই আরশের তল্লাসে
সময় গেলো কি বিশ্বাসে
অরণ্য না পায় সহায়
গুরুর কাছে করি বিনয়
গুরু তাকায় আকাশ পানে...

দেহ ছেড়ে মন আমার 
উড়ে যাবে কোনখানে,
ভেবে কুল নাহি পাই
সুধায় সর্বজনে।।

অরণ্য জুয়েল #অরণ্য_জুয়েল


Post a Comment

0 Comments