Sponsor

কন্ঠজুড়ে শুধুই স্লোগান

কন্ঠজুড়ে শুধুই স্লোগান.....

সুধী মন্ডলী, 
আজ কবিতা শোনাবার দিন নয়
আজ কয়েকটি কথা না বললেই নয়
যখন কন্ঠস্বর থেকে স্বাধীনতার অবক্ষয়
যখন বেনিয়ারা ফিরে আসে নতুন সাজে
অথর্নীতি আটকে পড়ে কর্পোরেটের ভাজে
তখন কে কারে শোনাবে ভালোবাসার গান
বন্ধুগন,
আজ কবিতা নয়, কন্ঠজুড়ে শুধুই স্লোগান।

কৃৃষক যখন সোনার ফসল বেচে
খাজনা দিয়ে নিজের জন্য 
বাধ্য হয়ে কেনে শোষন
আপনারা কি দেখতে পান না
তার বুকজুড়ে, দাউ দাউ করে
জ্বলে ওঠে ক্ষোভের আগুন
তখন কে তারে শোনাবে ভাষন? 

যখন চারিদিকে হুঙ্কার করে 
বেজে ওঠে ধর্মান্ধতার দামামা
সেটা থামাতে করের টাকার পুলিশ
জঙ্গির কাছে হাতজোড় করে চেয়ে বসে ক্ষমা
তখন কে বসে শুনবে প্রেমের গান
বন্ধুগন,
আজ কবিতা নয়, কন্ঠজুড়ে বেজে উঠুক স্লোগান।

এখানে শুক্রবার আসলেই ভেঙ্গে যায় স্বপ্ন
বেকার ফিরে যায় তাচ্ছিল্যের সংসারে,
যখন বুক ফেটে যাওয়া আর্তনাতে
মেনে নিতে হয় প্রেমিকার দুরে সরে যাওয়া
তখন কে নিরবে বসে থাকতে পারে?

যখন বাম রাজনীতির দূর্বার যুবক
ঝড়া পাতার মত উড়তে উড়তে
পরে থাকে দূর্নীতিবাজ আমলার পায়ে
তখন কি লাভ মিথ্যা স্বপ্নের গান গেয়ে
কেউ কি পারে বেমালুম ভুলে যেতে
তার করা অশ্রুতে গড়া ইতিহাস
চোখের সামনে বেনিয়াদের উদোম নৃত্য আর পরিহাস
কে পারে সেটা মেনে নিতে ভুলে মান-সম্মান
বন্ধুগন,
আজ কবিতা নয়, কন্ঠজুড়ে বেজে উঠুক স্লোগান।
......

কন্ঠজুড়ে শুধুই স্লোগান কবিতার খন্ডিত অংশ।
অরণ্য জুয়েল #অরণ্য_জুয়েল
#কন্ঠ_জুড়ে_শুধুই_স্লোগান
Share on Google Plus

About Amir Muhammad

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment