About Me

তোমার কথায়, তোমার ব্যথায়




আগুন, আগুন, আগুন জ্বলে
কেউ দেখেনা জ্বলছে কোথায়
ফাগুন দিনে আগুন জ্বলে
তোমার কথায়, তোমার ব্যথায়।

আগুন জ্বলে, আগুন বলে
প্রেম কি আর বিরহ মানে
থাকো তুমি আমার পাশে
জনম জনম তাকিয়ে রবো
তোমার পানে, তোমার পানে

ক্লান্তি সুখের খুনশুটি হোক
তোমার কানে, আমার কানে...

অরণ্য জুয়েল #অরণ্য_জুয়েল

Post a Comment

0 Comments