About Me

আমার নাকি কপাল মন্দ।।

অবহেলায় অন্তর পোড়ে
কান্দন আমার দায়
কান্দিয়া কান্দিয়া হইলো মরন
জীবন গেলো বৃথায়।
তোমার মনে নাই কি দয়া
প্রেমানলের সদানন্দ 
কথায় কথায় কেন বলো?
আমার নাকি কপাল মন্দ।।

ভালোবাসি বলে মনা
নিরবে সইলাম যন্ত্রণা
সারাজীবন করলা দহন
কেন আমায় বুঝলা না?
কান্দিলে আমার নয়ন
তোমার মনে কি আনন্দ
সর্বসময় কেন বলো
আমার নাকি কপাল মন্দ।।

স্বপ্ন দেখি যখন আমি
বাচার পরম আশায়
কোন বিচারে ভাসাও
আমায় অন্ধ নিরাশায়..
বুঝি তোমার মনেই যত দ্বন্দ্ব
তবু আমার নাকি কপাল মন্দ? 
অরণ্য জুয়েল #অরণ্য_জুয়েল


Post a Comment

0 Comments