About Me

দুঃসময় শক্তিশালী মানুষ তৈরি করে...

 

বিবিসির একজন উপস্থাপক আধুনিক দুবাই এর প্রতিষ্ঠাতা শেখ রাশিদ আল মাখতুমকে এক সাক্ষাৎকারে জিজ্ঞাসা করেছিলেন- দুবাই এর ভবিষ্যৎ কি ?
এই ধনকুবের বললেন, আমার বাবা উট চালাতেন, আমি মার্সিডিস চালাই। আমার ছেলে ল্যান্ড রোভার চালায় এবং আমার নাতি হয়তো বুগাতি ব্যারন চালাবে। কিন্তু আমার পুতি আবারো উট চালাবে!
উপস্থাপক অবাক হয়ে তাঁকে আবার জিজ্ঞেস করলেন- কিন্তু এমনটা হবে কেনো?


তিনি উত্তরে বললেন - "দুঃসময় শক্তিশালী মানুষ তৈরি করে, আর শক্তিশালী মানুষ সুসময় তৈরি করে। সুসময় দুর্বল মানুষের জন্ম দেয়, আর দুর্বল মানুষ দুঃসময় তৈরি করে।"

Post a Comment

0 Comments