তুমি আমি ভেসে যাই একই নোনা জলে...
কতো রঙ, কতো ঢঙ
দিনভর কতো হাসা-হাসি
মুঠো মুঠো কতো আদর
কতো ভালোবাসা-বাসি।
আজ সবকিছু হারিয়ে স্মৃতিরা কথা বলে
তুমি আমি ভেসে যাই একই নোনা জলে।
কতো স্বপ্ন, কতো স্মৃতি
কতো প্রেম, কতো প্রীতি
আজ দুজনেই দুরে থাকি কার সে ভুলে
তুমি আমি ভেসে যাই একই নোনা জলে।
অরণ্য জুয়েল #অরণ্য_জুয়েল
Post a Comment