About Me

সত্য হচ্ছে একটি ভাষণ, আমার ঘরে আমার শাসন

 সত্য হচ্ছে একটি ভাষণ, আমার ঘরে আমার শাসন



সত্য হচ্ছে বিশালতা

কথার পিঠে তোমার কথা

সত্য হচ্ছে নির্মলতা

পল্লী মেয়ের সরলতা।


সত্য হচ্ছে একটি বুলেট

মিছিল মিছিল সৈন্য প্যারেট

সত্য হচ্ছে খবুই নিরেট

ছন্দ ছাড়া লিখছে সনেট।


সত্য হচ্ছে সহজাত

দিনের শেষে ভীষণ রাত

সত্য হচ্ছে তেমন কিছু

সত্যের ভয়ে মাথা নিচু।


সত্য হচ্ছে প্রেম বিরহ

তোমার চোখে নির্মহ

কস্ট পাওয়া অহরহ

তবু সত্য হচ্ছে সত্যসহ।


সত্য দারুণ বাস্তবতা

ভেঙ্গে দেবো নিরাবতা

সত্য হচ্ছে কঠোর ভাষণ

আমার ঘরে আমার শাসন।


©অরণ্য জুয়েল

Post a Comment

0 Comments