এক হাজার টাকার লাল নোট ‘বাতিলের ঘোষণা’ গুজব: বাংলাদেশ ব্যাংক



এক হাজার টাকার লাল নোট ‘বাতিলের ঘোষণা’ গুজব বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র জিএম আবুল কালাম আজাদ বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন।



এর আগে ‘১০০০ টাকার লাল নোট বাতিল করার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক’,  এমন তথ্য প্রচার করেছে বেসরকারি একটি টেলিভিশন। বিষয়টি সম্পূর্ণ ‘ভুয়া’ ও ‘মিথ্যা’ বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।




বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর আজহার তার ফেসবুক পোস্টে লিখেছেন, ১০০০ টাকার লাল নোট ৩০ মে ২০২২ এর পর অচল বলে গন্য হবে মর্মে বাংলাদেশ ব্যাংক কর্তৃক সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত বাংলাদেশ কৃষি ব্যাংকের একজন কর্মকর্তার স্বাক্ষরিত একটা সাদা কাগজে লেখা সোস্যাল মিডিয়া সয়লাব। আবার এটার ভিত্তিতে দেশের প্রথম শ্রেণীর গণমাধ্যম নিউজ স্ক্রল দিচ্ছে! বুঝলাম না- আমরা এতোটা হুজুগে কেন? মিডিয়াও কেন এগুলো নিউজ করে প্যানিক সৃষ্টি করে?


কোন নোট বাতিল হলে সেটা তো বাংলাদেশ ব্যাংক বিজ্ঞপ্তি দিয়ে জানাবে। বিষয়টি অনেক আগে থেকে জানাজানি হবে। একটি তফসীলী ব্যাংকের কর্মকর্তার স্বাক্ষরিত কাগজ এতো গুরুত্বপূর্ণ হয়ে যায়? এই সাধারণ সেন্সটুকু আমাদের থাকবে না?


ধারণা করছি বাংলাদেশ কৃষি ব্যাংকের জনৈক কর্মকর্তার নাম ব্যবহার করে ওই ভূয়া নোটিশটি করা হয়েছে। 


যাই হোক, বাংলাদেশ ব্যাংক কোন নোট অচল বলে ঘোষণা করেনি এবং এমন কোন বিজ্ঞপ্তিও প্রচারিত হয়নি।


গুজবে কান দিবেন না।


Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Theme images by Jason Morrow. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget