About Me

তোমার চোখে চোখ রেখে স্বপ্ন বুনেছি।।




 এক জীবনে যায় না বোঝা

ভালোবাসা কি

তোমার চোখে চোখ রেখে

স্বপ্ন বুনেছি।।


দিনে রাতে তোমায় ভেবে

চিঠি লিখেছি

চিঠির ভাজে হাজার আবেগ

গেথে দিয়েছি

তোমার চোখে চোখ রেখে

স্বপ্ন বুনেছি।।


যাদু টোনা কিছুই নয়

হাসি দেখেছি

ওই হাসিতে মধু ছিল

মায়ায় পড়েছি

তোমার চোখে চোখ রেখে

স্বপ্ন বুনেছি।।


এক জীবনে যায় না বোঝা

ভালোবাসা কি

তোমার চোখে চোখ রেখে

স্বপ্ন বুনেছি।।


অরণ্য জুয়েল #অরণ্য_জুয়েল

Post a Comment

0 Comments