About Me

মা-ছেলে, মা-মেয়ের এইচএসসি পাস


এবার এক মা ও তার ছেলে  এবং আরেক মা ও তার মেয়ে এইচএসসি পরীক্ষা দিয়ে পাস করেছে। পার্বত্য খাগড়াছড়ির পানছড়ির চেংগী ইউনিয়নের রত্ন সেন পাড়ার মানিক পুতি চাকমা ও তার ছেলে সুমেন চাকমা এইচএসসি পাশ করেছেন। মা মানিক পুতি চাকমা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে দিঘীনালা কলেজ কেন্দ্র থেকে জিপিএ .৬৭ পেয়েছেন। আর ছেলে সুমেন চাকমা পানছড়ি সরকারি ডিগ্রি কলেজ থেকে জিপিএ .৩৩ পেয়ে এইচএসসি পাশ করেছেন।

অন্যদিকে পানছড়ি ইসলামপুর এলাকার বাসিন্দা মো. ইকবাল হোসেনের সহধর্মিণী রাবিয়া আক্তারও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে খাগড়াছড়ি সরকারি কলেজ কেন্দ্র থেকে জিপিএ .৮৯ পেয়ে এইচএসসি পাশ করেছে। তার মেয়ে ইসরাত জাহান খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে জিপিএ .০০ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

মানিক পুতি চাকমা'র ছেলে সুমেন চাকমা জানান, লেখাপড়ার প্রতি মায়ের আগ্রহ আমাকে উৎসাহিত করে। মা সামনে স্নাতক পাশ করে পরিবারের মুখ উজ্জল করবে।

আর রাবিয়া আক্তারের স্বামী মো. ইকবাল হোসেন বলেন, স্ত্রী রাবিয়া আক্তার ভবিষ্যতে উচ্চতর ডিগ্রি অর্জন করবে বলে তিনি আশা করেন। 

Post a Comment

0 Comments