আমি শুধু পড়ি
কখনও তার ভাজে
কখনও তার প্রেমে,
পড়তে পড়তে
কখন যে চলে গেছি
গভীর গহীনে নেমে,
সে কথা নিজেই গিয়েছি ভুলে
আজ আমি তার গভীর অতলে।
আমার উঠতে ইচ্ছে করে না
ডুবে থাকার গভীর ধুনে
প্রহরের পর প্রহর গুনে
তার বিহনেই থাকি আনমনা।
তবু কি সে জেনেছে
আমার বুকের ক্ষত,
কোন বিরহ আগুনে
পুড়ে যাই অবিরত।
কার অবহেলায় আমার
চোখ জুড়ে নোনা জল,
আমি কার অবজ্ঞায়
কান্নায় বিহবল,
কেন আমি ছোট হতে হতে
খাটো হয়ে যাই?
সেকি বোঝে নাই?
অরণ্য জুয়েল #অরণ্য_জুয়েল
Post a Comment