আমি মলিন হওয়া এক অচিন বৃক্ষ
চোখ মেলে শুধু দাঁড়িয়ে থাকি
তোমার পথের টানে, পথের পানে।
আমার কোনো শাখা-প্রশাখা নেই
গুটিয়ে পড়া নতজানু জুবুথুবু
তবু কেন বাঁচি? কে তা জানে?
— অরণ্য জুয়েল
চোখ মেলে শুধু দাঁড়িয়ে থাকি
তোমার পথের টানে, পথের পানে।
আমার কোনো শাখা-প্রশাখা নেই
গুটিয়ে পড়া নতজানু জুবুথুবু
তবু কেন বাঁচি? কে তা জানে?
— অরণ্য জুয়েল
পেরেছো কি সবটুকু নিতে যা দিয়েছিলাম উজার করে লোক চক্ষুর আড়াল হয়ে বলা না ব…
0 Comments